শুষ্ক ত্বকের অধিকারীদের গোসলের ক্ষেত্রে যা মনে রাখা প্রয়োজন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ১৫:০১
শুষ্ক ত্বকের অধিকারীদের জন্য গোসলের উপযোগী উপায় সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত জানানো হল ওয়েলঅ্যান্ডগুড ডটকমে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে।দেহের ত্বক ভালো রাখতে মুখের ত্বকের মতো এর দৈনিক পরিচর্যার প্রয়োজন।
শীতে সাবান, পানি ও গরম পানিতে আরামদায়ক গোসলের পরে এর আর্দ্রতা রক্ষা করতে ময়েশ্চারাইজারের প্রয়োজন। ত্বক শুষ্ক হলে এর গুরুত্ব আরও বেশি। ত্বকের ধরন অনুযায়ী প্রসাধনী ব্যবহার ত্বক সুরক্ষিত রাখতে সহায়তা করে।গরম পানিতে গোসল বাদ দেওয়াশীতকালে গরম পানিতে গোসল বেশ আরামদায়ক তবে ত্বক বিশেষজ্ঞরা মনে করেন পানির উষ্ণতার মাত্রা কম হওয়াই ভালো।
- ট্যাগ:
- লাইফ
- শীতের রূপচর্চা
- প্রসাধনী