জয়নাল হাজারীর একটি পত্রিকা আছে। পত্রিকার পাশাপাশি তিনি ফেসবুকে একটি লাইভ অনুষ্ঠান পরিচালনা করতেন। যেখানে সমসাময়িক বিষয়াবলি নিয়ে বিশ্লেষণ করতেন। মাঝেমধ্যে সেসব আলোচনা সোশ্যাল মিডিয়ায় আলোচ্য বিষয় হতো। কখনো কখনো পরিণত হতো সমালোচনায়। এ ছাড়া ওই লাইভে সংবাদ বুলেটিন প্রচার করতেন।
ওই সংবাদ বুলেটিনে তিনি জেবা নামের একজন মেয়েকে নিযুক্ত করেছিলেন। অবাধ বুলেটিন প্রচারের জন্য জয়নাল হাজারী যেখানে যাবেন সেখান থেকেই প্রচার করবেন জানিয়েছিলেন। চিকিৎসার জন্য জয়নাল হাজারী সিঙ্গাপুরে যেতেন। সেখান থেকে বুলেটিন প্রচার অব্যাহত রাখতে চেয়েছিলেন।