পোকার কামড়ে কী করবেন
প্রথম আলো
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ০৮:০৪
মৌমাছি, বোলতা, ভিমরুল, ভ্রমর, বিষপিঁপড়া, বিছা, শুঁয়াপোকা, এঁটেল পোকা, ডাঁশ মশা ইত্যাদি কীটপতঙ্গ আমাদের চারপাশে বিদ্যমান। যেগুলো হুল ফুটালে, কামড় দিলে কিংবা শরীরের কোনো অংশের সংস্পর্শে এলে দেহে বিভিন্ন অবাঞ্ছিত প্রতিক্রিয়া হয়। কোনো কোনো কীটপতঙ্গের কামড় সাপের চেয়ে তিন-চার গুণ বেশি বিষাক্ত। এদের কামড়ে প্রাণসংশয়ও হতে পারে। আবার কোনো কোনো পোকার কামড়ে মারাত্মক অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কিছু কিছু পতঙ্গ আবার ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিভিন্ন সংক্রামক রোগের বাহক হিসেবে ভূমিকা পালন করে। তাই কোনো পতঙ্গ কামড় দিলে বা হুল ফোটালে অবহেলা না করে সময়মতো যথাযথ ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।