নতুন বছরের প্রাক্কালে আর সকলের মতো বলিউড তারকারাও ছুটির মেজাজে। রুপোলি দুনিয়ার অনেক জুটিই বেরিয়ে পড়েছেন ইংরেজি নতুন বছরের ছুটি কাটাতে। রণবীর কপূর-আলিয়া ভট্টকে মঙ্গলবারই দেখা গিয়েছে মুম্বই বিমানবন্দরে। শোনা যাচ্ছে, তাঁরা নিউ ইয়র্ক বেড়াতে গিয়েছেন। এ বছর রণবীরের জন্মদিনে দু’জনে জোধপুরে গিয়েছিলেন। এর আগে সেটাই ছিল তাঁদের একসঙ্গে শেষ বেড়াতে যাওয়া। মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েছেন সিদ্ধার্থ মলহোত্র-কিয়ারা আডবাণী। বলিউডের পছন্দের গন্তব্য মলদ্বীপ বেড়াতে গিয়েছেন তাঁরা।বুধবার ছিল টুইঙ্কল খন্নার ৪৮তম জন্মদিন। বিশেষ দিনটি কাটাতে অক্ষয়কুমারের সঙ্গে মলদ্বীপে পাড়ি দিয়েছেন টুইঙ্কল। সেখানে সমুদ্রের উপরে ভাসমান রিসর্ট থেকে অক্ষয়ের সাইকেল চালানোর ভিডিয়ো, দু’জনের জলের উপরে ঝোলানো হ্যামকে বসে একসঙ্গে অবসরযাপনের নানা মুহূর্ত ধরা পড়েছে দুই তারকার সোশ্যাল মিডিয়াতেই। দিনকয়েক আগেই অক্ষয়-টুইঙ্কল ও তাঁদের মেয়ে নিতারা পৌঁছে গিয়েছিলেন মলদ্বীপে। প্রসঙ্গত, বুধবার ছিল রাজেশ খন্নারও জন্মদিন। বাবা ও মেয়ের একই দিনে জন্মদিন হওয়ায় ছোটবেলার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বাবাকে স্মরণ করেছেন টুইঙ্কল।
You have reached your daily news limit
Please log in to continue
বছরশেষের ছুটি
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন