কক্সবাজার সৈকতে নারীদের জন্য সংরক্ষিত এলাকা করার সিদ্ধান্ত বাতিল

ডেইলি স্টার কক্সবাজার জেলা প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ০৮:৪৯

সমুদ্র সৈকতে নারী ও শিশুদের জন্য ঘোষণা করা সংরক্ষিত এলাকা চালু রাখার সিদ্ধান্ত বাতিল করেছে কক্সবাজার জেলা প্রশাসন। আজ বুধবার রাত সাড়ে ৯টায় কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এক সংবাদ সম্মেলনে এই বাতিলের সিদ্ধান্ত জানান।


বুধবার দুপুর ১২টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে নারী ও শিশু পর্যটকদের জন্য আলাদা সংরক্ষিত এলাকা চিহ্নিত করে সেখানে সাইনবোর্ড স্থাপন করা হয়। সংরক্ষিত এলাকা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর দেশব্যাপী বিভিন্ন মহলে এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্বোধনের মাত্র ৯ ঘণ্টা পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে প্রশাসন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও