মহাশূন্য থেকে পাঠানো বিশ্বব্রহ্মাণ্ডের চাঞ্চল্যকর ছবি
www.tbsnews.net
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১, ১৮:৫৯
দিন কয়েক আগেই মহাশূন্যে সবচেয়ে বড় টেলিস্কোপ পাঠিয়েছে নাসা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি সৃষ্টির অসীমের সন্ধানে নতুন দিগন্ত উন্মোচন করবে এমনটাই আশা বিজ্ঞানীদের।
তবে এই সুযোগে আগের প্রজন্মের টেলিস্কোপ সম্পর্কেও আলোচনা দরকার। তাদের অবদান জানলে বোঝা যাবে জেমস ওয়েবের বিপুল সম্ভাবনা নিয়ে বিজ্ঞানীদের উচ্ছ্বাস ও উদ্দীপনার কারণ।
মহাজাগতিক অনুসন্ধানে যেমন পৃথিবীতে স্থাপিত টেলিস্কোপ ব্যবহার করা হয়, তেমনি প্রচলন আছে স্পেস বা মহাকাশে স্থাপিত টেলিস্কোপের। কারণ দ্বিতীয় পদ্ধতিতে আরও স্বচ্ছ ও বাধামুক্তভাবে ছবি তোলা যায়।