সারা বছর আলোচনায় যেসব তারকা
করোনার প্রভাবে এ বছরেও স্থবির ছিল বিনোদন অঙ্গন। খুব বেশি আশার খবর মেলেনি। তবে হাতে গোনা কয়েকটি ঘটনায় দেশের তারকারা ছিলেন আলোচনায়। কেউ ছিলেন পেশাগত কাজ নিয়ে, কেউবা পেশার বাইরের কাজ নিয়ে ছিলেন আলোচনা–সমালোচনায়। সারা বছর নানাভাবে আলোচনায় ছিলেন, এমন তারকাদের কথাই আজ শুনব।
পরীমনি
এমনিতে নানা কারণে আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমনি। এ বছরে আলোচনার দিক দিয়ে যেন নিজেকেই ছাড়িয়ে গেছেন। জুনের দ্বিতীয় সপ্তাহে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী ওরফে অমির বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার কথা বলে সাড়া ফেলেন পরীমনি। এ ঘটনায় পরীমনিকে নিয়ে ডিবি অফিস, থানা–পুলিশ পর্যন্ত যাওয়া–আসা করতে হয়। এ ঘটনার কয়েক মাস পর র্যাবের হাতে গ্রেপ্তার হন পরীমনি। কারাগারেও থাকতে হয়। শেষ পর্যন্ত জামিন পেলেও পরীমনিকে নিয়ে আলোচনা থামেনি। জামিন থেকে বের হওয়ার পর তাঁর হাতে লেখা, আদালতে হাজিরা দিতে গেলেও তাঁর হাতের লেখা বেশ আলোচনার জন্ম দেয়। অক্টোবরে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জন্মদিন উদ্যাপন নিয়ে তিনি আলোচিত হন।
বাঁধন
বছরটা আজমেরী হক বাঁধনের বললে কোনো ভুল হবে না। বছরের মাঝামাঝি সময়ে খবর আসে, কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত চলচ্চিত্র রেহানা মরিয়ম নূর। এ চলচ্চিত্রের প্রধান চরিত্র রেহানা হয়ে পর্দায় মুগ্ধ করেন বাঁধন। ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যান বাঁধন। নিজের জীবনের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র নিয়ে বিশ্ব চলচ্চিত্রের অনেক দর্শক–সমালোচকের দৃষ্টি কাড়েনও তিনি। এ চলচ্চিত্রই জুন থেকে বছরের এখন পর্যন্ত তাঁকে নানাভাবে আলোচনায় রেখেছে। দেশ–বিদেশের কয়েকটি সম্মাননাও অর্জন করেছেন। রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রের জন্য বাংলাদেশ ও বিশ্ব চলচ্চিত্রের আঙিনায় আলোচিত মুখের নাম আবদুল্লাহ মোহাম্মদ সাদ। তবে আজ পর্যন্ত দেশের কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায়নি তাঁকে।