কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে সাধুবাদ জানাই

www.tbsnews.net মনোয়ারুল হক প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১, ১৬:৩৯

রাষ্ট্রপতি নিজেও নির্বাচন কমিশন নিয়োগের জন্য আলাদা আইন চান। নির্বাচন কমিশন নিয়োগের লক্ষ্যে রাষ্ট্রপতির ডাকা চলমান সংলাপে তরিকত ফেডারেশন ও খেলাফত মজলিসের সঙ্গে পৃথক সংলাপে তিনি (রাষ্ট্রপতি) নির্বাচন কমিশন নিয়োগর জন্য আইন থাকা দরকার বলে মন্তব্য করেন। গতকাল ১৪ দলের অন্যতম শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপেও রাষ্ট্রপতি একই মনোভাব ব্যক্ত করেন। নির্বাচন কমিশন নিয়োগের আইনের কথা রাষ্ট্রপতি এমন সময় বলেছেন, যখন তিনি রাষ্ট্রপতি কার্যকালের দ্বিতীয় মেয়াদের শেষের দিকে অবস্থান করছেন।


বাংলাদেশের সব রাজনৈতিক দল, এমনকি ক্ষমতাসীন রাজনৈতিক দলও উক্ত আইনের প্রয়োজনীয়তার কথা বলেছে। ক্ষমতাসীন দল জানিয়েছে, আসছে বছরের গোড়াতেই তারা এই আইন তৈরি করাবে। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জানিয়েছে, সরকার চাইলে সংসদ একদিনের মধ্যেই আইন তৈরি করতে পারে যার ইতিহাস বহুবার বাংলাদেশের সংসদের আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও