নিরাপত্তা আলোচনায় বসতে সম্মত আমেরিকা ও রাশিয়া
ইউক্রিন নিয়ে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র, রাশিয়ার সঙ্গে নিরাপত্তা বিষয়ক আলোচনায় বসতে রাজী হয়েছে। মার্কিন ও রুশ কর্মকর্তারা আগামী বছরের ১০ জানুয়ারি এই আলোচনায় বস্তে সম্মত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র।
রাশিয়া গত কয়েকমাস ধরে ইউক্রেন সীমান্তের কাছে সৈন্য সংগ্রহ করছে, যা ২০২২ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে আক্রমণের প্রস্তুতি বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দারা। শনিবার(২৫ ডিসেম্বর)রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ইউক্রেন সীমান্তের কাছে প্রশিক্ষণ শেষ করে তাদের দশ হাজার সৈন্য তাদের ঘাঁটিতে ফিরে গেছে।