২০২১ সালে প্রযুক্তিখাতের যত আলোচিত ঘটনা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১, ১৫:২১

দেখতে দেখতে শেষ হয়ে গেলো আরও একটি বছর। ২০২১ সাল শুরু হয়েছিল মহামারি আবহেই। তবে নানা ঘটনার মধ্য দিয়ে কেটেছে বছরটি। অন্যান্য জায়গার মতো প্রযুক্তি দুনিয়ার জন্যও ২০২১ ছিল একটি উজ্জ্বল বছর। এ বছর যেমন যুক্ত হয়েছে একের পর এক প্রযুক্তিপণ্য। তেমনি চিপ সংকটে আইফোন তৈরিও কমেছে।


সেই সঙ্গে ফেসবুক বিভ্রাট, ইলন মাস্কের নতুন উদ্ভাবন মিলিয়ে নতুন এক মাত্রা যুক্ত হয়েছিল বছরটিতে। চলুন ২০২২ সালকে স্বাগত জানানোর আগেই জেনে নেওয়া যাক ২০২১ সালে প্রযুক্তিখাতের আলোচিত ঘটনাসমূহ— ফেসবুকের মেটা ভার্সনচলতি বছরে প্রযুক্তি বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ফেসবুকের নাম পরিবর্তন। কী নাম হবে, কবে আসবে পরিবর্তন তা নিয়ে জল্পনা কল্পনারও শেষ ছিল না মানুষের। তারপর সব কল্পনার অবসান ঘটিয়ে ফেসবুকের নির্মাতা মার্ক জুকারবার্গ ফেসবুকের নাম ঘোষণা করেন মেটা।


তারপরও থামেনি মেটা নিয়ে মানুষের আগ্রহ। কেন এই নাম, এর অর্থ কী দাঁড়াচ্ছে, কী সুবিধাই বা বয়ে আনছে মেটা? মেটাভার্স হচ্ছে এমন একটি ডিজিটাল দুনিয়া, যেখানে ব্যবহারকারী অংশগ্রহণ করতে পারবেন বিভিন্ন প্ল্যাটফর্ম এবং ডিভাইস থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও