যত্রতত্র থুতু ফেলার দেশ ‘ভারত’

নিউজ বাংলা ২৪ ভারত প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১, ১৪:২৫

রাস্তাঘাটে মানুষের মুখের লালা তথা থুতু ছড়িয়ে থাকা ভারতের একটি অতিপরিচিত দৃশ্য।


এসব থুতুর কিছু খুব সাধারণ, কিছু আবার কফমিশ্রিত। কখনও কখনও রক্তের মতো লাল রঙের থুতুও দেখা যায়। মুখের লালার সঙ্গে পান আর জর্দা মিশেই এমন রঙিন হয়ে ওঠে থুতু। এই থুতু দিয়েই আবার রঙিন হয় শহরের অসংখ্য দেয়ালও।


মানুষের এমন থুতু ফেলার কারণেই কলকাতার হাওরা ব্রিজ এখন হুমকির মুখে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে