![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/Dec/1640759647_new-project-2021-12-29t114957-246.jpg)
ভূতের সিঁড়ি! ওঠার সময় ৪০ ধাপ, নামলে ৩৯!
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১, ১৫:১৯
তৈলাক্ত বাঁশে বাঁদরের ওঠানামার থেকেও শক্ত হিসেব! কারণ পাটিগণিতের অঙ্ক কষে এর সমাধান অসম্ভব।
ধাঁধার নাম ‘অবাকে কায়দান’। চর্মচক্ষে যাঁরা এই ধাঁধার সামনে পড়েছেন, তাঁরা ‘অবাক’ তো হয়েছেনই, ‘কায়দা’ দেখে আপ্লুতও হয়েছেন বিস্তর।
- ট্যাগ:
- জটিল
- ভূত
- ভূতুড়ে কাহিনী
- ভূতুড়ে গ্রাম