কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ঘণ্টার পর ঘণ্টা ঘুমিয়েও বিশ্ব ফুটবল মাতাচ্ছেন তিনি

তার নাম এনগোলো কান্তে। তবে সবসময় তাকে দেখা যায় হাসিমুখে। যেকোনো পরিস্থিতিতে মুখে একটা হাসি লেগেই থেকে ইংলিশ ক্লাব চেলসির ফরাসি মিডফিল্ডারের। শুধু হাস্যোজ্জ্বল মুখই নয়, নিজের খেলা দিয়েও ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছেন কান্তে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সবশেষ আসরে চেলসির শিরোপা জেতার পেছনে বড় অবদান ছিল কান্তের। ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পথেও সামনে থেকে পারফর্ম করেছিলেন তিনি।

ওয়ার্করেট ও ডিফেন্সিভ স্কিলের কারণে অনেকেই তাকে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে মূল্যায়িত করেন। আর কান্তের এমন পারফরম্যান্সের পেছনে কি না রয়েছে ঘণ্টার পর ঘণ্টা ঘুমিয়ে কাটানোর অবদান। অবাক শোনালেও চেলসির কোচ থমাস টুখেলই জানিয়েছেন এমনটা। তার মতে, যতটা কঠিন পরিশ্রম মাঠে করেন কান্তে, তার চেয়েও ভালোভাবে বিশ্রাম নেন তিনি। যে কারণে মাঠে এতো ভালো খেলতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন