কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


চাল অতিমসৃণ করা বন্ধে আইন প্রয়োজন

সম্প্রতি কালের কণ্ঠে প্রকাশিত ‘দেশে মিনিকেট বলে কোনো ধান’ নেই শিরোনামের খবরটি আমার নজর কেড়েছে। আবার কোনো কোনো গণমাধ্যমে এসেছে যে নাজিরশাইল নামেও কোনো ধান নেই। প্রকৃতপক্ষে মিনিকেট নামে কোনো ধানের জাত নেই। তবে নাইজারশাইল নামে ধানের জাত আছে। তৎকালীন ঢাকা ফার্ম থেকে ১৯৪৪-৪৫ সালে জাতটি যাচাই-বাছাই সাপেক্ষে ঢাকা নম্বর ২৫ বা DA-25 নামে আবাদের জন্য অনুমোদন করা হয়। জাতটি নাকি নাইজেরিয়া থেকে আমদানি করা। এ জন্যই ডাকনাম নাইজারশাইল। কিন্তু এটা আফ্রিকা গোত্রের কোনো জাত নয়। পুরোপুরি ইন্ডিকা গোত্রের। আমার বিশ্বাস, জাতটি উপমহাদেশেরই। হয়তো কালের চক্রে নাইজেরিয়া ঘুরে তার জন্মভূমিতে ফিরে আসে। সুদৃশ্য এবং সুস্বাদু এই জাতের ধান বেশ জনপ্রিয়। কিন্তু ফলন আজকের চাহিদা অনুযায়ী না হওয়ায় চাষিরা আর চাষ করতে চান না বা করলেও আবাদি এলাকা উল্লেখযোগ্য নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন