রাশিয়ায় দাড়ি, ডেনমার্কে গরু: বিচিত্র সব কর আরোপের কাহিনী

www.tbsnews.net প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ২১:০৩

জন্ম, মৃত্যুর মতো করও যে অবধারিত, সে ব্যাপারে সন্দেহ নেই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে করের ধরন অনেক পরিবর্তিত হয়েছে। মানুষের দাড়ি, স্তন ও কাপড়চোপড়ের উপর কর আরোপ করেছে পূর্বের অনেক সরকার। কর আরোপ করা হয়েছে তেল, সাবানের মতো অনেক পণ্যের উপরও। চলুন দেখে নেওয়া যাক ইতিহাসের অদ্ভুত সব করের দৃষ্টান্তকে- 


ফ্যাশন নাৎসি পিটারের দাড়ি কর


একবার ইউরোপ ভ্রমণ করে রাশিয়ান জার পিটার দ্য গ্রেট এতোই মুগ্ধ হন যে দেশে ফিরে নিজের মাতৃভূমিকে 'ইউরোপীয়করণ' করার প্রকল্প হাতে নেন তিনি। এই ইউরোপীয়করণের ফাঁদে প্রথম কাটা পড়ে জনগণের দাড়ি!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও