You have reached your daily news limit

Please log in to continue


তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্য

প্রবল বৃষ্টি ও তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াসহ পশ্চিমাঞ্চলের কয়েকটি রাজ্য। বিদ্যুৎহীন হয়েছে পড়েছে হাজার হাজার মানুষ।অন্তত ছয়টি রাজ্যে ভারি তুষারপাতের ফলে সতর্কতা জারি রয়েছে বলে জানিয়েছে বিবিসি।প্রতিবেদনে বলা হয়, সপ্তাহান্তে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টি ও তুষার ঝড় হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে যায় এবং রাস্তা প্লাবিত হয়।রোববার সকাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় ২৪ ঘন্টায় ৩০ ইঞ্চি তুষারপাত রেকর্ড হয়েছে। ফলে নেভাডার ইন্টারস্টেট হাইওয়ের ১১২ কিলোমিটার রাস্তা বন্ধ হয়ে যায়।

তাছাড়া, সান্তা বারবারা কাউন্টির সান মার্কোস পাসে গত ২৪ ঘন্টায় ১.৮ ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়েছে। সান লুইস অবিস্পো কাউন্টির রকি বাট অঞ্চলে ১.৬১ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।নেভাডার রেনোতে ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) সোমবার পর্যন্ত ভারী তুষারঝড় থাকবে বলে জানিয়েছে। তাছাড়া, এসব অঞ্চলে আগামী কয়েকদিন ভ্রমণও কঠিন হবে বলে সতর্ক করা হয়েছে।নেভাডা, ইউটাহ, আইডাহো, মন্টানা, কলোরাডো এবং ক্যালিফোর্নিয়ার কিছু অংশে তুষারপাতের কারণে রোববার সতর্কত জারি করা হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন