![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdhaka1-20211228160738.jpg)
‘ঢাকা নগর পরিবহন’ জ্যামে পড়ে না, থামেও না
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ১৬:০৭
রাজধানীতে চলছে বাসরুট রেশনালাইজেশন কমিটির পরীক্ষামূলক প্রকল্প ‘ঢাকা নগর পরিবহন’। ২৬ ডিসেম্বর থেকে ঢাকার ঘাটারচর-কাঁচপুর ব্রিজ রুটে এই পরিবহন চলাচল করছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সরেজমিনে ওই পরিবহনের যাত্রীদের স্বস্তির পাশাপাশি কিছু অভিযোগের কথাও জানা যায়। কাউন্টারে থাকা বিক্রয় প্রতিনিধি ও যাত্রীদের অভিযোগ কাউন্টারের সামনে এসে বাস ও রিকশার জটলা হওয়ায় বাসগুলো থামানো, ওঠানামায় সমস্যা হচ্ছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পরীক্ষামূলক
- বাস সার্ভিস