You have reached your daily news limit

Please log in to continue


মোহাম্মদ ইউসুফের রেকর্ড ভাঙা হলো না রুটের

আন্তজাতিক টেস্ট ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি পাকিস্তানি ডানহাতি ব্যাটার মোহাম্মদ ইউসুফের অধীনে থাকলেও সেটি ভাঙতেই বসেছিলেন ইংলিশ দলনেতা জো রুট। কিন্তু মেলবোর্ন টেস্টে ব্যাটিং ব্যথর্তার কারণে রেকর্ডটি নিজের করে নিতে পারলেন না তিনি। সেটি থাকল ইউসুফের অধীনেই। রুট শীর্ষে তো উঠতে পারেননি সেই সঙ্গে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় দুই নম্বরেও থাকা হলো না তার।

মোহাম্মদ ইউসুফের পর সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় দ্বিতীয় স্থানেই অবস্থান করছেন ভিভ রিচার্ডস। ২০০৬ সালে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ ভেঙে দেন ভিভ রিচার্ডসের রেকর্ড। তিনিও ১১ টেস্টে ১৯ ইনিংস খেলেন। রান করেছেন ১৭৮৮। সেঞ্চুরি করেন ৯টি এবং ৩টি করেন হাফ সেঞ্চুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন