নেটদুনিয়া মজেছে ‘বউদি’র বিন্দাস নাচে, ভিডিওটি না দেখলে কিন্তু মিস!

www.sangbadpratidin.in প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ১৫:১১

বিয়ে বাড়িতে একটু-আধটু নাচার সুযোগ পেলে, অনেকেই তার সদ্ব্যবহার করে থাকেন। কেউ কেউ আবার একটু বেশিই ছন্দের স্রোতে বয়ে যান। ফল, ভাইরাল ভিডিও। এর আগে গোবিন্দার গানে ‘ডান্সিং আঙ্কলে’র নাচ অনেকেই দেখেছেন। এবার প্রকাশ্যে ‘ডান্সিং বউদি’র নাচ।


এ নাচ যেমন-তেমন নাচ নয়। এক্কেবারে বিন্দাস! কারো তোয়াক্কা না করেই কমলা শাড়ি পরে নেচে যাচ্ছেন মহিলা। কখনও মাটিতে লুটিয়ে পড়ছেন, কখনও হাঁটু মুড়ে বসে নেচে চলেছেন, কখনও আবার দাঁড়িয়ে নেচে চলেছেন ‘ব্যাং ব্যাং’ ছবির টাইটেল ট্র্যাকে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে