হ্যাকিং থেকে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাকাউন্ট সুরক্ষার উপায়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ১২:৫১
প্রযুক্তির উদ্ভাবন ও অগ্রগতি আমাদের জীবনকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। একে অপরের সঙ্গে যোগাযোগ এখন আগের চেয়ে অনেক সহজ। বর্তমানে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের কারণে আমাদের জীবন আরো সহজ হয়েছে। যেখানে চাইলেই যে কারও সঙ্গে যে কোনো সময় যোগাযোগ করা যায়।
তবে প্রত্যেকটি উদ্ভাবনেরই যেমন নেতিবাচক দিক রয়েছে, তেমনি ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপগুলোরও কিছু নেতিবাচক দিক রয়েছে। যেমন- যে কোনো সময় হ্যাক হতে পারে বা এখান থেকে তথ্য বেহাত হওয়ার ঝুঁকি থাকে। তাই তো ডিজিটাল যুগে যখন আমরা প্রতিদিনের যোগাযোগের ক্ষেত্রে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ব্যবহার করছি, তখনই তথ্যের গোপনীয়তা রক্ষার বিষয়টি সামনে এসেছে। যেন আমাদের ব্যক্তিগত তথ্যগুলো বেহাত হয়ে না যায়।