‘মানবানল’ ও ‘আগুন শাস্তি’!
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনায় কত বেশি আকুতি থাকতে পারে? এম ভি (মোটর ভেসেল) অভিযান-১০ লঞ্চে আগুন লাগার পর সেখান থেকে বের হয়ে আসতে না পারা মানুষগুলোর প্রার্থনা কেমন ছিল? কতটা আকুতি নিয়ে তারা হাত তুলেছিলেন সৃষ্টিকর্তার কাছে? কতটা প্রার্থনার পর কেউ কেউ ঝাঁপ দিয়েছিলেন হিমশীতল নদীর জলে? কতটা আকুতি নিয়ে সবাই প্রার্থনা করেছিলেন তীরে উঠে জীবন বাঁচাতে?
লঞ্চ বা জাহাজকে যে আগুন পোড়ায় সেই আগুনের নাম কী? হিন্দু পুরানে ইন্দ্রর যমজ ভাই হচ্ছে 'অগ্নি'। যারা আগুন উপাসনা করে তারা অগ্নি উপাসক। বনকে পোড়ায় যে আগুন সেটা 'দাবানল'। আগুন জ্বালিয়ে সাতপাক ঘুরে যে বিয়ের রেওয়াজ সনাতন ধর্মে, বিয়ের জন্য জ্বালানো সে আগুনের নাম 'যোজক'। এ আগুন নাকি পোড়ায় আজীবন। যে আগুন জ্বালিয়ে প্রায়শ্চিত্ত করা হয়তার নাম 'বিধু'। শবযাত্রার শেষে চিতায় উঠিয়ে মুখে যে আগুনের সূত্রপাত করা হয় তার নাম 'মুখাগ্নি'! তাহলে লঞ্চের যে আগুন আটত্রিশ জনের প্রাণ কেড়ে নিলো সেই আগুনের নাম কী? হেলাল হাফিজের কবিতার নামে নাম- 'মানবানল'?