সত্যে ফিরতে হবে আমাদের
স্বাধীনতার ৫০ বছর পরও আমাদের গণতন্ত্র, অর্থনীতি ও সমাজব্যবস্থা পরাধীন হয়ে আছে। এ-কথা বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান এর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ আয়োজিত বাংলাদেশ অর্থনীতি সমিতির ২১তম দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ-কথা বলেন।
অধ্যাপক রেহমান সোবহান-এর মতো একজন অর্থনীতিবিদ যখন এ-কথা বলেন, তখন এর সত্যতাকে সরকার ও সরকারি দলের পক্ষে অস্বীকার করে কিছু বলার উপায় থাকে না। তার মানে সরকার রেহমান সোবহানের বক্তব্যকে উড়িয়ে দিতে পারবেন না। শুধু রেহমান সোবহানই নয়, যারা সরকারি দলের প্রতি নমনীয় এবং তাদের রাজনৈতিক সহযোগী, কিন্তু কর্মক্ষেত্রে অর্থনীতিবিদ, সত্য প্রকাশ করতে না পারলেও ব্যক্তিগতভাবে এটা স্বীকার করবেন যে দেশে আইনের শাসন যেমন নেই তেমনি গণতন্ত্রও তিরোহিত।