 
                    
                    অনুমতি না নিয়ে সরকারি অফিসের সামনে স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ
অনুমতি না নিয়েই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের মাঠে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ওই চত্বরে থাকা ৬টি গুরুত্বপূর্ণ সরকারি অফিসের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়েন।
সরকারি অফিসের সামনে ঘটা করে রাজনৈতিক দলের এমন সমাবেশের আয়োজন করায় অসন্তোষ জানিয়েছেন অনেকেই। তবে এ নিয়ে সরকারি অফিসের সংশ্লিষ্টরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
নিজ কার্যালয়ের সামনে এমন সমাবেশ সম্পর্কে জানতে চাইলে নাসিরগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন বলেন, 'এখানে সমাবেশ করার জন্য বারবার নিষেধ করা সত্ত্বেও আমার নিষেধাজ্ঞা কেউ মানেননি। এই সমাবেশ করার ব্যাপারে কোনো ধরনের অনুমোদন নেই।'
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                