আগামীকাল থেকে বুস্টার ডোজ শুরু
আগামীকাল থেকে দেশে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন। এর আগে, করোনার নতুন ধরন ওমিক্রনের দ্রুত বিস্তারের মুখে গত ১৯ ডিসেম্বর ঢাকার একটি কেন্দ্রে পরীক্ষামূলকভাবে টিকাদানের বুস্টার ডোজ কর্মসূচি শুরু হয় বলে জানায় বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে এই কর্মসূচি। লোকমান হোসেন জানান, দেশের সবাইকে অবশ্যই দুই ডোজ টিকা নিতে হবে।
তিনি বলেন, "আপনারা দেখেছেন গত কিছু দিনে ওমিক্রনের কারণে বিশ্বে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়ে গেছে। আমাদের এখানেও ওমিক্রন পাওয়া গেছে এটা সবাই জানেন। ওমিক্রনের প্রভাব থেকে রক্ষা পেতে সবাইকে টিকা নিতে হবে ও মাস্ক পরতে হবে।"
রিকশাওয়ালা থেকে শুরু করে যেন সবাইকেই এই টিকাদান কর্মসূচির আওতায় আনা যায়, সে বিষয়ে স্থানীয় ইউনিয়ন ও পৌরসভা পর্যায়েও যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।