বুদ্ধিতে আইনস্টাইনকেও ছাড়িয়ে গেল স্কুলবালক
নিউজ বাংলা ২৪
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ১৫:২৬
বুদ্ধিমত্তায় পদার্থবিদ অ্যালবার্ট আইনস্টাইনকেও পরিস্কার ব্যবধানে ছাড়িয়ে গেছে ব্রিস্টলের স্কুলবালক বার্নাবি সুইনবার্ন। ক্রিসমাস উপলক্ষে আয়োজিত বুদ্ধিমত্তা বা আইকিউ পরীক্ষার ‘মেনসা টেস্টে’ এমন প্রমাণ দিয়েছে সে।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, মেনসা টেস্টের অনূর্ধ্ব-১৮ বিভাগে এ-যাবৎকালের সর্বোচ্চ পয়েন্ট অর্জন করেছে ১২ বছর বয়সী বার্নাবি। পরীক্ষা শেষে আইকিউয়ে তার স্কোর দাঁড়ায় ১৬২।
বিশ্বাস করা হয়, এ ক্ষেত্রে আইনস্টাইনের আইকিউ ছিল ১৬০। এ হিসাবে দেখা যাচ্ছে, সর্বকালের সেরা পদার্থবিদকেও ২ পয়েন্ট পেছনে ফেলেছে বার্নাবি।