দেশেই সম্ভব রেক্টাল ক্যানসারের চিকিৎসা
মলদ্বারে বা পায়ুপথের ক্যানসার নিয়ে বিভিন্ন ধরনের ভীতি ছড়ানো ধারণা রয়েছে বেশির ভাগ মানুষের মধ্যে। দেশে এখন দক্ষ মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসকদের মাধ্যমে সব ধরনের আধুনিক সুবিধায় মলদ্বারের ক্যানসারের চিকিৎসা করানো সম্ভব।
মলদ্বারে যদি কারও ক্যানসার হয়, সেটা যদি পায়ুপথ থেকে কিছুটা ওপরে থাকে, সে ক্ষেত্রে পেটে স্থায়ীভাবে ব্যাগ লাগানোর প্রয়োজন হয় না। আজকাল বিভিন্ন স্ট্যাপলার ডিভাইসের মাধ্যমে অপারেশন করা হয়। মলদ্বার থেকে সামান্য কিছু ওপরে যদি ক্যানসার থাকে এবং মলদ্বারের স্ফিঙ্কটার পেশিকে যদি সংক্রমিত না করে, সে ক্ষেত্রে পেটে স্থায়ীভাবে ব্যাগ না লাগিয়েও তার অপারেশন করা যায়।
মলদ্বারে ক্যানসারের চিকিৎসায় মেডিকেল অনকোলজিস্ট, রেডিওলজিস্ট ও প্যাথলজিস্টের সমন্বয়ে মাল্টিডিসিপ্লিনারি টিম গঠনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় অপারেশন আগে হবে, নাকি থেরাপি আগে হবে। ক্যানসারের ক্ষেত্রে চিকিৎসার পাশাপাশি এর পরে বা আগে থেরাপি প্রয়োজন হয়। কাজেই ক্যানসারের সঠিক চিকিৎসার জন্য সঠিক পরিকল্পনা জরুরি।