![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-06%252F429e4422-9cc7-4e90-ac85-c45fb30b1a13%252Fkiaraaliaadvani_74715146_219713942370344_5075649743969056862_n.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
‘এই মানুষদের কখনই তৃপ্ত করা যায় না’
খ্যাতি যেমন আনন্দের, তেমনি এর বিড়ম্বনা বিষাদের। বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ডুবেছেন সেই বিষাদে। সৌন্দর্য আর অভিনয়—দুই–ই তাঁকে এনে দিয়েছে বহু ভক্ত আর খ্যাতি। অন্যদিকে অনলাইনে নানা রকম কটূক্তিও এড়িয়ে যেতে পারছেন না তিনি। এসব নিয়ে সম্প্রতি নিজের দুঃখের কথা বললেন এই বলিউড তারকা।
অনলাইনে তারকাদের নিয়ে ট্রল হয় প্রায় নিয়মিত। অনেক তারকা সেটা এড়িয়ে যান। কেউ কেউ এর বিরুদ্ধে হন সোচ্চার। তবে যেকোনো প্রকার ট্রল কিন্তু একজন তারকার জীবনে প্রভাব ফেলে। কিয়ারার ক্যারিয়ারেও পড়েছে এর নেতিবাচক প্রভাব। বিরক্ত কিয়ারা মনে করেন, ছবি তোলা আর প্রেক্ষাপট না জেনে কাটতির বিবেচনায় ক্যাপশন জুড়ে ছেড়ে দেওয়া পাপারাজ্জিদের কাজ। তিনি বলেন, ‘যেখানেই যাবেন, সেখানেই আপনার ছবি তোলা হবে। কোনো প্রেক্ষাপট ছাড়াই সেটা ছেড়ে দেবে। এরপর সবাই সেই ছবিতে মন্তব্যের ঝড় তুলবেন। প্রত্যেকেই ওই ছবি নিয়ে নিজের মতামত দেবেন। “তুমি কেন এটা পরেছ?”, “তুমি কেন এটা করছ” ইত্যাদি।’