বেসরকারি কোম্পানিগুলোর লাগাম টেনে ধরছে চীন
চীনের কঠোর ব্যবস্থা গ্রহণের ফলে ২০২১ সালে এক ট্রিলিয়ন ডলার অর্থাৎ এক হাজার কোটি ডলার বাজারমূল্য হারিয়েছে দেশটির বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা কোম্পানিগুলো।
‘সাধারণ সমৃদ্ধির’ লক্ষ্যে আবাসন ব্যবসা, শিক্ষা, প্রযুক্তি ও বিনোদন- সবকিছুতেই নিয়ম-কানুন ঢেলে সাজানো হচ্ছে। ফলে আলিবাবা গ্রুপ, টেনসেন্ট হোল্ডিংস, দিদি চুজিং টেকনোলজি কোম্পানি, নিউ ওরিয়েন্টাল এডুকেশন অ্যান্ড টেকনোলজি গ্রুপ। বিশেষ করে জ্যাক মা ও পনি মার মতো করপোরেট নেতার আধিপত্য কমানোর চেষ্টা চলছে। এসব পদক্ষেপের ফলে অনেক ব্যবসায়ী ও উদ্যোক্তা চীনের ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও উদ্ভাবন নিয়ে অনেকটা উদ্বিগ্ন।