কী হবে জানুয়ারিতে?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ১০:১০

বড়দিনের ছুটি, থার্টি ফার্স্ট উদযাপন ও চীনা নববর্ষের দীর্ঘতম ছুটির কারণে উৎপাদন বন্ধ থাকায় মোবাইল ফোনের চিপ সংকট সহসাই দূর হচ্ছে না। একইসঙ্গে শুরু হয়েছে মোবাইল ফোনের ডিসপ্লে প্যানেল সংকট। এই দুটি সংকটের কারণে মোবাইল ফোনের উৎপাদন কমেছে। দেশে স্টক শেষ হওয়ার পথে। এ দুটি উপাদান উৎপাদনে না ফিরলে জানুয়ারি মাস থেকেই সংকট বোঝা যাবে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।  


বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ)-এর যুগ্ম সম্পাদক মোহাম্মদ মেসবাহউদ্দিন বলেন, ডলারের দাম বেড়েছে ৪ থেকে ৫ শতাংশ। জাহাজ ভাড়া বেড়েছে ১ থেকে ২ শতাংশ। চিপসেটের দাম বেড়েছে ১২-১৪ শতাংশ। সব মিলিয়ে এই খাতে খরচ বেড়ে গেছে ১৫ থেকে ১৭ শতাংশ। স্বাভাবিকভাবেই মোবাইলের দাম বাড়বে। এরইমধ্যে ভিভো মোবাইল ফোন দাম বাড়িয়েছে সেট প্রতি অন্তত এক হাজার টাকা। দাম বেড়েছে মটোরোলা মোবাইলের। জানুয়ারি মাসে স্যামসাং তাদের মোবাইল ফোনের দাম বাড়াবে বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও