‘আমি গ্রামে থাকি, স্বামী ও সতিন থাকে শহরে’
প্রথম আলো
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ০৮:০৩
আমি তো থিয়েটারেরই মানুষ। এখন কোনো থিয়েটারের সঙ্গে নেই। কারণ, এটা অনেক কমিটমেন্টের একটা জায়গা। যেমন মঞ্চের অ্যান ইন্সপেক্টর কলস করার সময় দেখলাম, টেলিভিশনের ইচ্ছেডানার শুটিংয়ের শিডিউল মেলানো যাচ্ছিল না। বন্যোথেরিয়াম খুব ইন্টারেস্টিং। সাত দিন কাজ করেছি, তারপর একটা শো করলাম টাঙ্গাইলে।
নতুন একটি সিনেমার শুটিং করেছি। আসিফ ইসলামের ‘নির্বাণ’। টেন পার্সেন্টের মতো কাজ হয়েছে। তারপরই অবশ্য আমাকে গোয়া চলচ্চিত্র উৎসবে যেতে হলো। এর মধ্যে ১০ দিন ধারাবাহিক ইচ্ছেডানার সিজন থ্রির শুটিং করতে হলো কিশোরগঞ্জে। শিগগিরই হয়তো টেলিভিশনে দেখানো শুরু হবে এটি। মাঝে শওকত আলীর উপন্যাস অবলম্বনে আফসানা মিমির পরিচালনায় সায়ংকাল নামে একটি ধারাবাহিকেও কাজ করলাম।