পুনরুদ্ধারে ব্যাপক কর্মসূচি প্রয়োজন

কালের কণ্ঠ সম্পাদকীয় প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ০৯:০৬

দুই বছর ধরে বিশ্বকে দাপিয়ে বেড়ানো করোনাভাইরাসের মহামারি শুধু অর্ধকোটির বেশি মানুষের জীবনই কেড়ে নেয়নি, বিশ্ব অর্থনীতিকেও রীতিমতো বিপর্যস্ত করে ফেলেছে। বাংলাদেশের অর্থনীতিও তার করালগ্রাস থেকে রক্ষা পায়নি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটনসহ বিভিন্ন সেবা খাত ও অপ্রাতিষ্ঠানিক খাতগুলো। অর্থনীতি সমিতির পরিসংখ্যান অনুযায়ী এখানে ক্ষতির পরিমাণ ৫৮ শতাংশ। ক্ষতির নিরিখে তার পরের অবস্থান হচ্ছে শিল্প খাতের, ক্ষতি হয়েছে ৩৪ শতাংশ।


শুধু লকডাউনের ৬৬ দিনের ক্ষতির পরিমাণ উল্লেখ করে অর্থনীতিবিদ আবুল বারকাত বলেন, এ সময় বাংলাদেশের অর্থনীতি নেমে এসেছিল ৩৫ শতাংশে। বাংলাদেশ অর্থনীতি সমিতির ২১তম দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থাপিত মূল প্রবন্ধে এই অর্থনীতিবিদ আরো বলেন, অর্থনীতির এই ক্ষতি থেকে পুনরুদ্ধার পাওয়া এক বাজেটে সম্ভব নয়। এর জন্য সুষ্ঠু পরিকল্পনা ও সুনির্দিষ্ট গণতান্ত্রিক কর্মকৌশল নিতে হবে। সম্মেলনে অর্থনৈতিক বৈষম্য কমানোর ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, এ জন্য কাঠামোগত সংস্কার জরুরি হয়ে উঠেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও