You have reached your daily news limit

Please log in to continue


কমেছে ওএমএস, খালি হাতে ফিরছেন ক্রেতারা

রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস ট্রাকের সামনে দাঁড়িয়েছিলেন এলিজা বেগম। মোহাম্মদপুর বেড়িবাঁধে থাকেন তিনি। গত কয়েক দিন এখানে এসেও খালি হাতে ফিরতে হয়েছে তাকে। কথায় কথায় বললেন, 'এখানে ১টা বাজলেই চাল শেষ হয়া যায়। আইজ যদি চাল না পাই তাইলে বাইরে থেইকা কেনার সামর্থ্য আমার নাই।'

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এলিজার মতো নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির অনেকেই খোলাবাজারে বিক্রি বা ওপেন মার্কেট সেলের (ওএমএস) চাল-আটা কিনে থাকেন। কিন্তু সঠিক তদারকি করতে না পারায় গত ১ ডিসেম্বর থেকে ঢাকা মহানগরে ২০টি ওএমএস ট্রাকসেলের ১০টিতে বিক্রি বন্ধ করে দিয়েছে সরকার। বাকি ১০টি ট্রাকসেলের মধ্যে পাঁচটির প্রতিটিতে তিন টন আতপ ও এক টন আটা দেওয়া হচ্ছে। আতপ চালের ভাত খাওয়ার অভ্যাস না থাকায় অনেকেই চাল না কিনে ফিরে যাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন