প্রজন্মের সামনে রাজনৈতিক শিক্ষা!
বর্তমান প্রজন্মের দুর্ভাগ্য রাজনীতির জগতে তাদের এখন কোনো রোল মডেল নেই। নেলসন ম্যান্ডেলাকে নিয়ে দক্ষিণ আফ্রিকার কিশোর-তরুণরা নতুন করে বড় হওয়ার স্বপ্ন বোনে। মাহথির মোহাম্মদ মালয়েশিয়ার নতুন প্রজন্মকে পথ দেখান। সোহরাওয়ার্দী, শেরেবাংলা, ভাসানী, বঙ্গবন্ধু আমাদের চেতনাকে শানিত করতে পেরেছিলেন বলেই আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ হয়েছিলাম। কিন্তু মুক্তিযুদ্ধ না দেখা এই প্রজন্ম এগিয়ে যাওয়ার বড় কোনো স্বপ্ন বোনার প্রেরণা কার কাছ থেকে নেবে?
আদর্শিক রাজনীতি এখন নির্বাসিত। ক্ষমতার প্রশ্নে মোহাচ্ছন্ন রাজনীতিকরা যেভাবে ছুটছেন তাতে কোনো সাংস্কৃতিক সৌন্দর্য খুঁজে পাওয়া যায় না। দেশবাসীর কল্যাণ চিন্তার কোনো লেশ নেই আমাদের রাজনীতিকদের ক্ষমতার মসনদে পৌঁছার দৌড়ে। তার মধ্যে আমাদের নেতানেত্রীরা যেভাবে নিজেদের উন্মোচিত করছেন নতুন প্রজন্মের সামনে তাতে এই ভবিষ্যতের কান্ডরিরা কী শিক্ষা পাবে তা ভেবে শঙ্কিত হতে হচ্ছে।