আলোচনা ছাড়া বিকল্প কোনো পথ নেই

dhakaprokash24.com ড. নাজমুল আহসান কলিমউল্লাহ প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১, ১৯:০১

রাস্ট্রপতির আহবানে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বঙ্গভবনে তাদের প্রতিনিধি দল পাঠাচ্ছে। যে যার অবস্থানে থেকে তাদের যে মতামত, সুপারিশ, সেগুলি রাখতে। যেমন প্রথমদিন সংসদের বিরোধীদল জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দল দেখা করেছে। সার্চ কমিটি কাদের নিয়ে করা উচিত, এবং নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে আইন প্রণয়ন ইত্যকার বিষয়গুলি সেখানে তুলে ধরা হয়েছে। বাসদও ইতোমধ্যে সাক্ষাৎ করেছে। মূলত বিকেলের দিকেই সংলাপগুলি হচ্ছে।


যদিও মাঠ পর্যায়ের বিরোধীদল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সেলিমা রহমান বলেছেন যে, তারা সংলাপে অংশগ্রহণ করবেন না। কারণ গতবার যখন তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল, তারা অংশগ্রহণ করেছিল এবং তারা তাদের বক্তব্য তুলে ধরেছিল। তবে এবার পরিবেশ পরিস্থিতি কিছুটা ভিন্ন। নির্বাচন সম্পন্ন হতে প্রায় দেড় মাসের মতো সময় বাকি আছে। তারা মিলিত ফোরামে যে দাবিটি তুলছেন যে, অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার যেটিকে আমরা বলছি অন্তঃবর্তিকালীন সরকার সেই ধরণের কোন সরকারের অধীনে নির্বাচন না হলে তারা তাতে অংশগ্রহণ করবেন না। এরকম একটি দাবি দাওয়া তারা তুলেছেন। তারই প্রেক্ষিতে তারা সংলাপে যোগ না দেয়ার বক্তব্য তারা তুলে ধরেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও