সেলুনের ভেতরে ‘অণু পাঠাগার’
সেলুনে চুল কাটাতে গিয়ে অপেক্ষার প্রহর গুনতে হয়নি এমন মানুষ পাওয়া দায়। এই অলস সময় যদি বই পড়ে কাটিয়ে দেওয়া যায় তাহলে নিশ্চয়ই মন্দ হয় না। এ ভাবনা থেকেই টাঙ্গাইলের কামরুজ্জামান সোহাগ তাঁর এলাকার কয়েকটি সেলুনে বিনা মূল্যে বই পড়ার কর্মসূচি চালু করেন। সেলুনে বই পড়ার এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘অণু পাঠাগার’।
২০১০ সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কামরুজ্জামান নিজ বাড়িতেই প্রতিষ্ঠা করেন বাতিঘর আদর্শ পাঠাগার। বাড়ির এক কোনায় গড়ে তোলা সেই পাঠাগার এখন ছড়িয়ে পড়েছে বাজারের সেলুনে। কামরুজ্জামান সোহাগ জানান, তিন মাস আগে মগড়া ইউনিয়নের আয়নাপুর বাজারের দুটি সেলুনে ১০টি করে বই দিয়ে আসেন তিনি। কয়েক দিনের মধ্যেই ভালো সাড়া পান। এর কিছুদিন পর পার্শ্ববর্তী কুইজবাড়ী ও চৌরাকররা বাজারের দুটি সেলুনেও অণু পাঠাগারের কার্যক্রম শুরু করেন।