![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-12%252F3158174f-1431-4325-b833-49c95a2cf8ea%252FCorornavirus_1.jpg%3Frect%3D0%252C0%252C940%252C529%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
মহামারি আর কত দিন
প্রথম আলো
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১, ১৬:১৪
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকের কথা। চীনে রহস্যজনক ভাইরাসে একজনের আক্রান্ত হওয়ার কথা জানা যায়। এরপর ওই ভাইরাসটি ধীরে ধীরে বিশ্বজুড়ে প্রকোপ ছড়াতে শুরু করে। সংক্রমণ ঠেকাতে দেশে দেশে ঘরবন্দী হয়ে পড়ে মানুষ। ইতিমধ্যে ভাইরাসটি প্রাদুর্ভাবের প্রায় দুই বছর পেরিয়ে গেছে। কিন্তু লাখ লাখ মানুষের প্রাণ কেড়েও এর প্রকোপ শেষ হয়নি। এর মধ্যে নতুন এক ধরন শনাক্ত হওয়ায় বিশ্বজুড়ে আবার বেড়েছে উদ্বেগ। প্রথম দিকে মূলত চীনে এর প্রকোপ দেখা দিলেও এরপর করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্র হয়ে ওঠে ইউরোপ। বিশেষ করে ইতালি, স্পেন ও যুক্তরাজ্যের মতো দেশগুলোতে উদ্বেগজনক হারে এর বিস্তার ঘটে।