দুর্বল রাষ্ট্রই সাংবাদিকতার ওপর আঘাত করে
মানুষ ঘোড়ায় চড়ে যুদ্ধ করে দ্রুত গতিতে রাজ্য জয় করেছে। বোমারু বিমান দিয়ে মুহূর্তে বোমা ফেলে হত্যা করেছে লাখ লাখ মানুষ। এখন মিসাইল দিয়ে যুদ্ধ জয় ও নরহত্যা দুটোই মুহূর্তে ঘটাতে সমর্থ। যার ফলে ঘোড়ার গতি এখন সুদূর অতীত। তারপরেও সত্য হলো, মানুষ সভ্যতার গতিকে প্লেন তো দূরে থাকুক ঘোড়ার পিঠেও তুলতে পারেনি। তাই সভ্যতা এখনও পায়ে হেঁটে বা হামাগুড়ি দিয়ে চলছে। যার ফলে ২০২০ এর তুলনায় ২০২১ এ পৃথিবী জুড়ে জেল খেটেছে বেশি সাংবাদিক। ২০২০ এ পৃথিবীতে জেলে নেওয়া হয়েছিলো ২৮০ সাংবাদিক।
২০২১ এ জেল জীবন কাঁটাতে হয়েছে ২৯৩ সাংবাদিককে। এ হিসাব কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের। এর বাইরেও যে ছড়িয়ে ছিটিয়ে আরও কিছু নেই তা নয়। তাছাড়া আইনের যেমন সুন্দর হাত আছে তেমনি তার একটা কালো ঢালও আছে। সে কালো ঢালের আড়ালে সব সাংবাদিক কিন্তু সাংবাদিক হিসেবে জেলে যায় না। নানান মোড়কে তা চিহ্নিত করা হয়। তারপরেও কমিটি টু প্রটেক্ট জার্নলিস্টের হিসাবে এই যে ২৯৩ জনকে জেলে নেওয়া হয়েছে, এ সংখ্যাটি অপরাধমূলক কোনও পেশা নয়, এমন একটি পেশার জন্যে ভয়াবহ সংখ্যা।