কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কেন বারবার স্থগিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা

প্রথম আলো সমাজসেবা অধিদফতর প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১, ১৪:০৪

সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার পর দুবার স্থগিত করল অধিদপ্তর। ২০১৯ সালে একবার স্থগিত করা হয়েছিল। সবশেষ গত বৃহস্পতিবার পরীক্ষার ঠিক আগের দিন বিজ্ঞপ্তি দিয়ে স্থগিত করা হয় এ পরীক্ষা।


শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়ার বিজ্ঞপ্তি দেওয়ায় কেউ কেউ ঢাকার বাসে ওঠার পর এ খবর পান। কেউ ঢাকায় পরীক্ষা দিতে এসে জানতে পারেন স্থগিত হয়েছে। মিজানুর রহমান নামের এক পরীক্ষার্থী বলেন, ‘আমার মতো অনেকে ট্রেনে যাওয়া-আসার টিকিট কেটেছিল। প্রায় ৬০ শতাংশ শিক্ষার্থী ঢাকায় চলে এসেছিল। একেক জনের কমপক্ষে ৫০০ থেকে ৮০০ টাকা করে জলে গেছে। একজন বেকার যুবকের পক্ষে এ টাকা জোগাড় করা কত কষ্টের তা শুধু বেকাররাই জানে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও