ভালো-খারাপ মিলিয়ে ছিল মঞ্চপাড়া

প্রথম আলো প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১, ১১:৩৪

করোনার প্রকোপ কমছে। মঞ্চেও জ্বলছে আলো। বছরের শুরু থেকে নাট্যপাড়া আড়মোড়া ভাঙতে শুরু করে। নতুন নাটক, উৎসব আর পরিবেশ থিয়েটার মিলিয়ে বছর শেষে কিছুটা প্রাণের সঞ্চার হয় নাটকপাড়ায়।



নতুন নাটক
করোনাকাল কাটিয়ে নতুন করে দর্শকের মঞ্চে ফেরা নিয়ে ছিল অনিশ্চয়তা। তা যে খুব কেটেছে, এমনটি নয়। তবে দর্শকের জন্য তৈরি ছিলেন নাট্যকর্মীরা। বেশ কিছু নতুন নাটক মঞ্চে এসেছে। নাটকের দল বটতলা ও যাত্রিক যৌথভাবে মঞ্চে নিয়ে আসে নাটক ‘সোহোতে মার্ক্স’। হাওয়ার্ড জিনের নাটকটি অনুবাদ করেছেন জাভেদ হুসেন। নির্দেশনা দিয়েছেন নায়লা আজাদ। হুমায়ুন আজম ও উম্মে হাবিবা অভিনয় করেছেন। নাটকটিতে মার্ক্সের চোখ দিয়ে বর্তমান পৃথিবীকে দেখিয়েছেন জিন। বিষয়গুণ ও অভিনয়—দুই দিক দিয়ে আলোচিত ছিল এই নাটক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও