ফোনের প্যাটার্ন লক ভুলে গেলে যা করবেন
স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য বড় সুবিধা হচ্ছে এর লক সিস্টেম। ব্যবহারকারীর নিরাপত্তার প্রায় ১০০ শতাংশই রক্ষা করে স্ক্রিন লক। যে কেউ চাইলেই আপনার ফোন ঘাঁটাঘাঁটি করতে পারবে না। এজন্য স্মার্টফোন স্ক্রিন লক করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে গুরুত্বপূর্ণ তথ্য ছবি নিরাপদ রাখতে পারবেন। ফোনের স্ক্রিন লক করে রাখতে কেউ ব্যবহার করেন প্যাটার্ন, আবার অনেকে কোড নম্বর। তবে কোনো কারণে প্যাটার্ন ভুলে গেলে পড়তে হয় নানান বিপত্তিতে।
প্যাটার্ন বা কোড নম্বর ভুলে গেলে অনেকেই স্থানীয় মোবাইল সার্ভিস সেন্টারে নিয়ে যান। কারণ সেখানে গেলেই তাদের নিজস্ব কিছু প্রযুক্তি ব্যবহার করে ওই লক খুলে দেওয়ার ব্যবস্থা করেন তারা। আবার অনেক সময় পুরো ফোন রিফ্রেশ দিতে হয় । যে কারণে জরুরি অনেক কিছুই হারিয়ে যেতে পারে। তবে আপনি নিজেই খুব সহজে এর সমাধান করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক পদ্ধতি- > প্রথমে যে ফোনের প্যাটার্ন লক ভুলে গেছেন সেই ফোনটি সুইচ অফ করে দিন।> কমপক্ষে ১ মিনিট অপেক্ষা করুন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- লক প্যাটার্ন আনলক