![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/Dec/1640495298_fish.jpg)
Walking Fish: ‘দুই পা’ দিয়ে হেঁটে বেড়াচ্ছে মাছ! ২২ বছর পর দেখা মিলল অস্ট্রেলিয়ায়
২২ বছর দেখা মিলল ‘হেঁটে চলা’ বিরল গোলাপি হ্যান্ডফিশের। উত্তর-পূর্ব তাসমানিয়া উপকূলে এই মাছের খোঁজ মিলেছে বলে দাবি করেছে অস্ট্রেলিয়ার বিজ্ঞান সংস্থা কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন (সিএসআইআরও)। ১৯৯৯ সালে শেষ বারের মতো দেখা গিয়েছিল এই ‘ওয়াকিং ফিশ’।
আগে তাসমানিয়া উপকূলে বিপুল সংখ্যায় এই মাছের দেখা মিলত। কিন্তু ক্রমে বিলুপ্তির পথে চলে যায় তারা। ২০১২-তে এই মাছকে অতি বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত করা হয়। আদতে এই মাছের কোনও পা নেই। পাখনাগুলিকে পায়ের মতোই ব্যবহার করে মাছ।