You have reached your daily news limit

Please log in to continue


উত্তর-পূর্ব সোমালিয়ায় সংঘর্ষ: হাজার হাজার মানুষ পালাতে বাধ্য হয়েছে

শনিবার স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, উত্তর-পূর্ব সোমালিয়ার একটি বন্দর নগরীতে নিরাপত্তা বাহিনীর দুই প্রতিদ্বন্দ্বী উপদলের মধ্যে সংঘর্ষের ফলে শত শত পরিবার তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশটির উত্তর-পূর্বে আধা-স্বায়ত্তশাসিত রাজ্য পুন্টল্যান্ডের বাণিজ্যিক রাজধানী বোসাসোতে বেশ কয়েকদিন ধরে লড়াই চলছে।

স্থানীয় কর্মকর্তা আবদিরিজাক মোহাম্মদ এএফপিকে বলেছেন, "বোসাসো শহরের হাজার হাজার বাসিন্দা পালিয়ে গেছে। শহরের কিছু অংশে বিক্ষিপ্ত লড়াই চলছে "। তিনি বলেন, "যুদ্ধরত পক্ষগুলি ভারী মেশিনগান এবং মর্টার ব্যবহার করার ফলে বেশিরভাগ লোক তাদের বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদের বেশিরভাগই শহরের দু’টি এলাকার লোক।

মোহামেদ বলেছেন যে, ঠিক কতজন লোক এডেন উপসাগরের উপকুলীয় ঐ শহর ছেড়েছে তা স্পষ্ট নয়, তবে তিনি অনুমান করেন যে তা “কয়েকশ পরিবার হতে পারে”। বৃহস্পতিবার, জাতিসংঘের মানবিক সংস্থা,ওসিএইচএ বলেছিল যে তারা সহিংসতার বৃদ্ধির বিষয়ে "অত্যন্ত উদ্বিগ্ন" যা হাজার হাজার মানুষকে নিরাপত্তার সন্ধানে পালিয়ে যেতে বাধ্য করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন