কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজনীতির ভেতর পলিটিকস ঢুকে গেছে!

www.ajkerpatrika.com চিররঞ্জন সরকার প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১, ১৬:৩৮

দেশের সংখ্যাগরিষ্ঠ প্রজার মাথায় যারা কাঁঠাল ভেঙে খায়, সেই সংখ্যালঘু শোষকগোষ্ঠীর শাসক হয়ে থাকার ও অবাধ্য প্রজাকে ডান্ডা মেরে ঠান্ডা করে রাখার কলাকৌশলেরই নাম দেওয়া হয়েছে ‘রাজনীতি’। এর সঙ্গে ন্যায়নীতির কোনো দূরতম সম্পর্কও নেই।


রাজনীতি। আকারে একটি ছোট শব্দ। তবে আজকের সমাজব্যবস্থায় শব্দটি সর্বাধিক শক্তির আধার। কারণ, গোটা পৃথিবী রাষ্ট্রব্যবস্থার অন্তর্ভুক্ত। একেক রাষ্ট্রের পরিচালনব্যবস্থা একেক রকম হলেও তাদের মূল ভিত্তি রাজনীতি। রাষ্ট্র শাসন বা পরিচালনার নীতির নামই হলো রাজনীতি—ইংরেজিতে পলিটিকস। প্রাচীন রাজতন্ত্রের দিক থেকে রাজনীতি হলো রাজার নীতি। অর্থাৎ যে নীতির ভিত্তিতে রাজা তাঁর রাষ্ট্র পরিচালনা করেন। রাজার কাজ হলো দেশের সবার জন্য সুখ-শান্তি এবং ন্যায়বিচারের ব্যবস্থা করা। সেই অর্থে রাজনীতি হলো নীতিরও রাজা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও