অর্থ পাচার রোধ করতে
অর্থ পাচার নিয়ে বিভিন্ন সংস্থা, বিভিন্ন মাধ্যম, বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকে। কোনো কোনো মাধ্যম বলেছে, বছরে গড়ে ৬৮ হাজার কোটি টাকা পাচার হয়। সংবাদমাধ্যমে এমন খবর এসেছে—গত পাঁচ বছরে ৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এসব কথার মূল ভিত্তি আছে কি না, সে সম্পর্কে সঠিকভাবে কেউ কোনো তথ্য দিতে পারছে না। এসব ক্ষেত্রে সঠিক তথ্য পাওয়া খুবই দুরূহ ব্যাপার। কারণ এ কাজটি যাঁরা করেন, তাঁরা সমাজের উঁচুতলার মানুষ, বিত্তশালী তো বটেই; তার ওপর তাঁদের হাতে অনেক কিছুই নিয়ন্ত্রণের ভার থাকে। তাই এই অর্থ পাচারের ব্যাপারে সবকিছু বিশ্বাস করা যেমন সঠিক নয়, আবার অর্থ পাচার যে হচ্ছে না, সেটাও বলা যাবে না। আমি এখানে টাকার অঙ্ক নিয়ে কোনো পরিসংখ্যান দিতে চাই না। তবে অর্থ পাচার হচ্ছে। কেমন করে সেটা থেকে পরিত্রাণ পাওয়া যায়, সে জন্য প্রথমে যে কাজটি করতে হবে, সে সম্পর্কে আলোকপাত করব।