![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567481940.jpg&path=/uploads/news/2021/Dec/25/1640425490443.jpg&width=600&height=315&top=271)
কৃষকদলে যোগ দিলেন জাগপা'র শতাধিক নেতাকর্মী
জাতীয়তাবাদী কৃষকদলে যোগ দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) শতাধিক নেতাকর্মী।
শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে তারা কৃষকদলে যোগ দেন। তাদেরকে অভিনন্দন জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।
জাগপা থেকে যোগদান করা নেতাকর্মীদের আন্তরিক উষ্ণ অভিনন্দন জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, আমি মনে করি আপনারা যথাসময়ে জাতীয়তাবাদের মূল ধারায় সম্পৃক্ত হয়েছেন। আপনারা জানেন দেশবিরোধী শক্তি ছলে বলে কৌশলে রাষ্ট্রক্ষমতা দখল করে বসে আছে। এর মাধ্যমে গোটা দেশকে এক ভয়ঙ্কর গ্যাস চেম্বারে পরিণত করেছে। বিরোধীদলের নেতাকর্মীসহ গোটা জাতি এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে। কথা বলতে ভয় হয়, ডান দিকে তাকাতে ভয় হয়, বাম দিকে তাকাতে ভয় হয়। পিছনের দিকে তাকাতে ভয়। মনে হয় চারিদিকে অনেক লাল চোখ আমাদের অনুসরণ করছে কি না।