আগামীকাল রাজধানীতে চালু হচ্ছে 'ঢাকা নগর পরিবহন'
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে আগামীকাল রোববার (২৬ ডিসেম্বর) চালু হচ্ছে 'ঢাকা নগর পরিবহন'। প্রাথমিকভাবে একটি রুটে ৫০টি বাস দিয়ে এ কার্যক্রম শুরু হচ্ছে। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে মতিঝিল হয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত চলবে বাসগুলো। পর্যায়ক্রমে রুট ও বাসের সংখ্যা বাড়ানো হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, গণপরিবহনে ভোগান্তি, ইচ্ছে মতো ভাড়া আদায় ও অহেতুক প্রতিযোগিতায় জনসাধারণের প্রাণহানির মতো ঘটনা রোধ করতে, এ ফ্রাঞ্চাইজি সিস্টেমের বাসের কার্যক্রম ফল দেবে। শুধু ২০১৯ সাল থেকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে নিবন্ধিত বাসই চলবে নতুন এ রুটে। ৫০টি বাসের মধ্যে বিআরটিসির বাস ৩০টি। বাসগুলো আলাদাভাবে সাজানো হয়েছে। এ ছাড়া ট্রান্স সিলভা পরিবহনের ২০টি বাসও প্রস্তুত রাখা হয়েছে।
মোহাম্মদপুর থেকে দুই ভাগে আসাদগেট ও জিগাতলা হয়ে বাসগুলো পৌঁছাবে শাহবাগে। একই ভাবে দুই ভাগে- ফকিরাপুল কিংবা দৈনিক বাংলায়ও থাকবে স্টপেজ। এভাবে মতিঝিল হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যাত্রীসেবা দিয়ে চিটাগং রোড হয়ে কাঁচপুরে পৌঁছাবে ঢাকা নগর পরিবহন।