You have reached your daily news limit

Please log in to continue


আগামীকাল রাজধানীতে চালু হচ্ছে 'ঢাকা নগর পরিবহন'

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে আগামীকাল রোববার (২৬ ডিসেম্বর) চালু হচ্ছে 'ঢাকা নগর পরিবহন'। প্রাথমিকভাবে একটি রুটে ৫০টি বাস দিয়ে এ কার্যক্রম শুরু হচ্ছে। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে মতিঝিল হয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত চলবে বাসগুলো। পর্যায়ক্রমে রুট ও বাসের সংখ্যা বাড়ানো হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, গণপরিবহনে ভোগান্তি, ইচ্ছে মতো ভাড়া আদায় ও অহেতুক প্রতিযোগিতায় জনসাধারণের প্রাণহানির মতো ঘটনা রোধ করতে, এ ফ্রাঞ্চাইজি সিস্টেমের বাসের কার্যক্রম ফল দেবে। শুধু ২০১৯ সাল থেকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে নিবন্ধিত বাসই চলবে নতুন এ রুটে। ৫০টি বাসের মধ্যে বিআরটিসির বাস ৩০টি। বাসগুলো আলাদাভাবে সাজানো হয়েছে। এ ছাড়া ট্রান্স সিলভা পরিবহনের ২০টি বাসও প্রস্তুত রাখা হয়েছে।

মোহাম্মদপুর থেকে দুই ভাগে আসাদগেট ও জিগাতলা হয়ে বাসগুলো পৌঁছাবে শাহবাগে। একই ভাবে দুই ভাগে- ফকিরাপুল কিংবা দৈনিক বাংলায়ও থাকবে স্টপেজ। এভাবে মতিঝিল হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যাত্রীসেবা দিয়ে চিটাগং রোড হয়ে কাঁচপুরে পৌঁছাবে ঢাকা নগর পরিবহন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন