![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-12%252Fd5bc291c-9929-4d5c-aa9d-467f2d462866%252F4.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D720%26dpr%3D1.0)
অমিক্রনের মধ্যে দেশে দেশে বড়দিন
প্রথম আলো
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১, ১২:২৫
বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে অমিক্রন। এরই মধ্যে খ্রিষ্টধর্মাবলম্বীদের উৎসব বড়দিন আজ। এ উপলক্ষে দেশে দেশে শুরু হয়েছে উৎসব। আলোকসজ্জায় রঙিন হয়েছে গির্জাগুলো। অনেক স্থানে সাজানো হয়েছে সড়ক ও ভবন। আর সান্তা ক্লজ বেরিয়ে পড়েছেন উপহারের ঝুলি নিয়ে।