![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2020%252F06%252F10%252F7628c54d31a2e37fc7bd026ae7c8d838-5ee0fc4dc9965.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
নার্গিস ফখরির দক্ষিণে যাত্রা
‘রকস্টার’ ছবিতে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন নার্গিস ফখরি। এই অভিনেত্রী জনপ্রিয় হয়ে ওঠেন বলিউডে। এরপর বেশ কিছু ছবিতে দেখা গেছে নার্গিসকে। কিন্তু অতটা আলোচনায় নিয়ে আসতে পারেননি নিজেকে। গত বছর ‘তরবাজ’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
বলিউড ছাড়া তামিল সিনেমায়ও অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন নার্গিস। এবার তেলেগু ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। ছবির নাম ‘হরি হারা বীরা মাল্লু’। ঐতিহাসিক এক প্রেক্ষাপটে তৈরি করা হচ্ছে ছবিটি।