![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2014%252F12%252F04%252F0d0d1f66d01946f042d2b3331c78fccf-Comilla-.jpg%3Frect%3D0%252C1%252C1000%252C563%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
অবৈধ, তবু স্বচ্ছন্দে চলে স্বাচ্ছন্দ্য পরিবহনের বাস
প্রথম আলো
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১, ০৯:৩৮
রুট পারমিট ছাড়া নির্ধারিত রুটে বাস চালানো অবৈধ। তবে এই পারমিট না থাকা কোনো বাধা নয় ঢাকার সাইনবোর্ড-জিরানী বাজার রুটের (এ-৩১৩) স্বাচ্ছন্দ্য পরিবহনের অধীনে চলা বাসের ক্ষেত্রে। ট্রাফিক পুলিশের সামনে দিয়েই বাসগুলো অবৈধভাবে সড়কে নেমে যাত্রী পরিবহন করছে।
অবশ্য রুট পারমিট ছাড়া বাস চালানোর ক্ষেত্রে সাধারণ বাসমালিকদের ব্যয় অনেক বেশি। স্বাচ্ছন্দ্য পরিবহনের অধীনে বাস চালাতে তাঁদের দৈনিক কোম্পানিকে গেট পাস বা জিপি বাবদ দিতে হয় ৯০০ টাকা। সব কটি বাস থেকে মাসে চাঁদা আদায় হয় প্রায় ১৯ লাখ টাকা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অবৈধ
- গণপরিবহন
- চাঁদা আদায়
- রুট পারমিট